প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আজমিরীগঞ্জের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রঞ্জন তালুকদার

 রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধিঃ আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন নিবিড় রঞ্জন তালুকদার। আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি ৪৪ তম কর্মকর্তা। গত বৃহস্পতিবার ২৮ নভেম্বর বিকেলে নতুন ইউএনও হিসেবে তিনি আজমিরীগঞ্জে যোগদান করেন। তখন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক তাকে স্বাগত জানান। তার আগে তিনি ( নিবিড় রঞ্জন তালুকদার ) হবিগঞ্জ জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনির নিজ বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায়। উপজেলাবাসীর উদ্দেশ্য বার্তা জানতে চাইলে তিনি বলেন সবাইকে নিয়ে একটি সুন্দর ও উন্নত উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতে চাই, যেখানে কথায় নয় কাজে প্রমান করতে চাই, সে ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন