প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা অর্পণ করুন:বগুড়ায় খন্দকার লুৎফর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ– জাতীয় গনতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন,ছাত্র জনতার আন্দোলনে জান বাঁচাতে ভারতে পলাতক ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র থেমে নেই। ভারতে থেকেই তিনি বিভিন্ন অপকর্ম, অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে হিন্দুস্তানী এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য অপচেষ্টা অব্যাহত রেখেছে। তাই তাকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে জন আকাংখা পুরন করতে হবে। তিনি রোববার (১ ডিসেম্বর) বিকেলে বগুড়ার ঐতিহাসিক সাতমাথা মুক্ত মঞ্চে জাগপা আয়োজিত এক জনসভায় প্রধাণ অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারকে আইন শৃঙ্খলা পুণ:প্রতিষ্ঠা করতে হবে। যেন ফ্যাসিস্টরা গন অসন্তোষ তৈরির সুযোগ না পায়। সরকার প্রধান ড. ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি সর্বজন শ্রদ্ধেয় দেশে বিদেশে সুপরিচিত মানুষ। আপনাকে ঘিরে সৃষ্ট গণ আকাঙ্খা পুরণে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করে দেশ পরিচালনার ভার জনপ্রতিনিধিদের হাতে ছেড়ে দিন। হিন্দুস্তানের মাটিতে বাংলাদেশের পতাকা পোড়ানো ও বাংলাদেশ বিরোধী অপপ্রচারে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন , এসব বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। গড়তে হবে জাতীয় ঐক্য। নিজের জন্মভূমি বগুড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সময় এসেছে বঞ্চিত বগুড়ার সকল দাবি ও চাহিদা পুরণ করার। বগুড়াবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, কথা দিচ্ছি আপনাদের সকল বঞ্চনার অবসানে আমার নিরলস চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা ও সারা-দেশে আওয়ামী ফ্যাসিস্টদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে অনুষ্ঠিত এই জনসভাটি বগুড়া জেলা জাগপার সভাপতি মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলা জাগপার সাধারণ সম্পাদক এর মো: আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা জাগপা জনাব খন্দকার আবিদুর রহমান, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও দিনাজপুর জেলা জাগপা সভাপতি আলহাজ্ব রকিব উদ্দিন চৌধুরী মুন্না, বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল,জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক মহসিন আলী রাজু, বিএফইউজের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, বগুড়া জেলা জাগপার সাবেক সভাপতি সাজেদুল ইসলাম মটু, অধ্যক্ষ রফিকুল ইসলাম, জাগপা বগুড়া জেলা শাখার সহ সভাপতি মো: আবু রায়হান ও প্রিন্স,, জেলা জাগপার সহ সম্পাদক বাবলু জোয়ার্দার প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন