প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

কুড়িগ্রাম নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

বাদশা আলমগীর , কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ সোলায়মান আলী নিহত হয়েছেন। আজ ৩০ শে নভেম্বর ২০২৪ খ্রিঃ সন্ধ্যা ৭:৩০ মিনিটে নাগেশ্বরী মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম- ভূরুঙ্গামারী মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, সোনাহাট স্থলবন্দর থেকে পাথর বোঝাই একটি ট্রাক নাগেশ্বরী প্রেস ক্লাবের সামনে প্রবেশের সময় মৃত সোলাইমান আলী রাস্তা পারাপার হতে । একটি ট্রাক তাকে ধাক্কা দেয় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে । সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওযার পথে তিনি মৃত্যু বরন করেন। নিহত সোলাইমান আলী নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক এবং স্থানীয় আদর্শ লাইব্রেরির মালিক ছিলেন। নিহত ব্যক্তির লাশ দাফনকাজ সম্পূর্ণ করার জন্য তার নিজ বাসায় প্রেরণ করা হয়েছে। তার পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন