প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নবীগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার পলাতক আসামী শাহ জাহানকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ নভেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। জিআর-৭২/১৭ (বিশ্বনাথ), দায়রা- ২১৯/২০ এর ওয়ারেন্টভুক্ত ডাকাতি মামলার পলাতক আসামী হলো, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের দাশেরকোনা গ্রামের আমরু মিয়ার পুত্র শাহ জাহান, কে গ্রেফতার করা হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন (পিপিএম) এর দিকনির্দেশনায় এ,এস,আই, হিল্লোল তালুকদার এবং জামাল হোসেন সরকার এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাউশা ইউনিয়নের অন্তর্গত ভরপুর (ভূমিহীন) এলাকা থেকে সঙ্গীয় ফোর্সের সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয়। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ডাকাতি মামলার পলাতক আসামীকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, এধরনের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।!

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন