প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

আইনজীবী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ

মোঃ সাগর সরকার : আইনজীবী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে পার্বত্য জেলার বান্দরবানের বিক্ষোভ চট্টগ্রাম আদালতে সরকারি পক্ষের আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে বান্দরবান জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ মুসল্লীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এশার নামাজ শেষে রাত জেলা কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক মোড় জিরো পয়েন্টে এসে সমাবেশ করে বিক্ষুব্ধ জনতা। সমাবেশে বক্তব্য রাখেন, বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা’র অধ্যক্ষ বদরুল হক জেলা জর্জ কোট জামে মসজিদে খতিব মুজিবুল হক, এবং বিক্ষুব্ধ ছাত্রদের পক্ষে আসিফ ইকবাল। বাংলাদেশ থেকে ‘ইসকন’ সংগঠনকে চিরদিনের জন্য নিষিদ্ধ কারার দাবি জানিয়ে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ইসকন সংগঠনকে পালন পালন করে আসছে। স্বৈরশাসকদের পূণরায় ক্ষমতায় ফিরিয়ে আনার উদ্দেশ্যে তারা একজন মুসলমান আইনজীবীকে পরিকল্পিত ভাবে হত্যার করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। যারা আইনজীবী হত্যা করেছে তাদের ২৪ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান। উল্লেখ্য: গত ২৫নভেম্বর সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চিম্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেন। সড়কপথে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আলোচিত এই সংগঠককে ঢাকা থেকে চট্টগ্রামে পাঠানো হয়। সোমবার রাতে তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়। আজ দুপুরে চট্টগ্রাম আদালতে তোলা হলে জামিন না মঞ্জুর করে আদালত তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন