প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে রুমায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রুমা (বান্দরবান) প্রতিনিধি:  বান্দরবানে রুমা উপজেলার ছাত্র জনতার ব্যানারে আজ বুধবার(২৭ নভেম্বর ২০২৪) বিকেল চারটায় এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের  এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা ও চট্টগ্রাম কোট বিল্ডিং মসজিদ ভাঙচুরের প্রতিবাদে এই গণজমায়েত ও বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। রুমা বাজার জামে মসজিদের প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা।  বিক্ষোভকারীরা ‘”ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না, চিন্ময়ের ঠিকানা, এই বাংলায় হবে না, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান, ইসকনের  ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’,  নানা স্লোগান দিতে থাকে।  পরে রুমা বাজার সেতু সংলগ্নে  এক গনজমায়েতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের ইসলামী সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান।  মোহাম্মদ ইলিয়াসের পরিচালনায় বিশেষ অতিথি অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জাবালুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক আবু হানিফ নোমানী, রুমা কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা হুজাইফা মাহমুদ, বিএনপি’র যুগ্ম সম্পাদক মোহাম্মদ মুক্তার কামাল,  মুসলিম ছাত্র ঐক্য পরিষদের সদস্য রেজওয়ানুল হক ও নাঈমুল ইসলাম । বাংলাদেশে “ইসকন’কে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধের দাবি জানান এবং চট্টগ্রামের নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকারী ইসকনের বিচার দাবি করেন বক্তারা.।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন