প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দিনাজপুরে ডিএনসির মাদক বিরোধী অভিযানে ১৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

 মোঃ ইউসুফ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদক বিরোধী অভিযানে দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেমএর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৭ নভেম্বর-২০২৪ ( বুধবার )বিকেলে সদর উপজেলায় ১৩০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ ভবানীপুর (আওরা ) গ্রামের মৃত মফিজ উদ্দীনের পুত্র মাদক ব্যবসায়ী সারোয়ার বাবু (৩৯) বলে জানা যায়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন