প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কলম যোদ্ধা’র দৃষ্টিতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন

 মোঃ শোয়েব হোসেন : গাজীপুরের কাশিমপুরে চ্যানেল এস এর প্রতিনিধি জামাল আহমেদসহ সাংবাদিক ফারুক, হাসমত, নাসির ও তুষার এর বিরুদ্ধে কাশিমপুর থানায় মিথ্যা মামলা দায়ের করায় আজ সকালে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গাজীপুরের বিভিন্ন স্তরের সাংবাদিকদের উপস্থিতিতে মিথ্যা মামলার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরেজমিনে দেখা যায়, উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর জেলা প্রতিনিধি জেলা রফিকুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুসা খান রানা, গাজীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবিদ হাসান বুলবুল ও সিনিয়ার সাংবাদিক অধ্যক্ষ হুমায়ুন কবির, কাশিমপুর থানা প্রেসক্লাবের সভাপতি হাসান সরকার এবং গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা কর্মীরা। মানববন্ধনে বক্তারা বলেন গাজীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক সকল ধরনের মামলা থেকে অব্যাহতি দেয়া হোক সেই সাথে যারা মিথ্যা মামলার নাটক সাজিয়েছে তাদেরকে অতিদ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় । মানববন্ধন শেষে সংবাদকর্মীরা জেলা প্রশাসক বরাবর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন