প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

অনিয়ম ও দুর্নীতি মুক্ত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের দাবি

জনপ্রতিনিধিদের স্বজনপ্রীতি অনিয়ম ও দুর্নীতি মুক্ত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় চাই। প্রকাশ, বুধবার ১১ অক্টোবর ২০২৩ সাংবাদিক ও সমাজসেবক: রহমত বাংলার পক্ষে দেশবাসীর উদ্দেশ্য বলতে চাই, দেশে নিয়ন্ত্রণহীন ভাবে অনিয়ম আর দুর্নীতি বেড়েই চলেছে বাংলার বুকে। বাংলার প্রতিটা গ্রামের উন্নয়ন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীন ইউপি চেয়ারম্যানের হাতে। যদি সেই স্থানীয় সরকারের প্রতিনিধিরা অনিয়ম দুর্নীতি গ্রস্ত হয় তাহলে সেই ইউনিয়নের উন্নয়ন করা সরকারের একার পক্ষে সম্ভব না। বাংলার প্রতিটা ইউনিয়নের জনগণকে স্থানীয় সরকারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। আমার বাংলার বুকে অনিয়ম, দুর্নীতিবাজ, কালোবাজারি, সিন্ডিকেটদের যাইগা হবে না। বাংলার স্বাধীন প্রিয় মানুষেরা স্বাধীনতা অর্জণ করতে জানে। স্বাধীন বাংলার স্থানীয় সরকারের অনিয়ম, স্বজনপ্রীতি দুর্নীতি সহ দেশের সব কালোবাজারি, অর্থপাচারকারী, সিন্ডিকেট, দর্স্যূ ভূমিখেকো, মাদক, সন্ত্রাসীদের বিরুদ্ধে গণআন্দোলন গড়তে সবাইকে ঐক্য বদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি। বাংলা পক্ষ বাঙ্গালীর জয়

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন