প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদীর শিবপুরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমান

 মোঃ কামাল হোসেন প্রধান , জেলা প্রতিনিধি নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলা আইয়ূবপুর ইউনিয়ন ভোরবুড়িয়া গ্রামে ২৫ নভেম্বর ২০২৪ ইং সোমবার সন্ধ্যায় পাহাড়িয়া নদীতে মাটি কেটে বাল্কহেডে পরিবহন করার সময় ২ টি ট্রলার জব্দ করা হয় এবং একজনকে আটক করতে সক্ষম হন । আটককৃত ব্যক্তি হলো নরসিংদীর রায়পুরা উপজেলার বাড়াই কান্দি গ্রামের শব্দর আলী পুএ কালাচান (৬০) । কালাচান তার অপরাধ স্বীকার করিলে তাকে মোবাইল কোর্ট বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় । অভিযান ও মোবাইল কোট পরিচালনা করেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দুর রহিম এই অভিযান পরিচালনা করেন। শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসেন এর সহযোগিতায় শিবপুর মডেল থানার একটি চৌকস টিম অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হন ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন