প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দুই শিশুকে হত্যার দায়ে বাবাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত

মোঃ কামাল হোসেন প্রধান , জেলা প্রতিনিধি নরসিংদী: নরসিংদী সদর উপজেলা নতুন লঞ্চঘাট ২য়তলা বিল্ডিং এর নিচ তলার পূর্ব পাশ্বেও পাবলিক বাথরুম শৌচাগার এর ভিতরে পশ্চিম দিক থেকে প্রথম বাথরুমে ২০১৯ সালে মে ২৪ তারিখ দুটি নাবালক শিশুকে হত্যার দায়ে আসামি বাবা শফিকুল ইসলামকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। ২৫ শে নভেম্বর ২০২৪ ইং সোমবার দুপুরে আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করা হয়। নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীন আসামি শফিকুল ইসলামকে আমৃত্যু কারাদন্ডের আদেশ দেন। ২০১৯ সালের মে মাসে মনোহরদী উপজেলা নিজ বাড়ী থেকে ডাক্তার দেখানোর কথাবলে দুই মেয়ে , ১/ তাইবা (৪) , ২/ তাইন (১১) কে নরসিংদী নতুন লঞ্চঘাট এলাকায় একটি শৌচাগারে গলাটিপে হত্যা করে পালিয়ে যায় পাষন্ড বাবা। পরে এলাকাবসী বাথরুমে শিশুদের লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। এ ঘটনায় নিহতের মা আফিয়া খাতুন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ শিশু হত্যার দায়ে আসামী বাবা শফিকুল ইসলামকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে এবং মামলাটি চার্জসিট দাখিল করলে আসামীর স্বীকারউক্তি মুলক জবানবন্দী মুলে আদালত এই রায় ঘোষনা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক পসিকিউটার এড,কানিজ ফাতেমা ও এড, মোহাম্মদ শাহাজাহান ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন