প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ী ম‌ডেল প্রেসক্লা‌বের প্রতিষ্ঠাবা‌র্ষিকী পা‌লিত হয়েছে

মোঃ উজ্জ্বল সরকার , গাইবান্ধা প্রতিনিধি:  কেক কর্ত‌নের মধ‌্য দি‌য়ে গাইবান্ধার পলাশবাড়ী ম‌ডেল প্রেসক্লা‌বের প্রতিষ্ঠাবা‌র্ষিকী পা‌লন করা হয়েছে। আজ ২৪ শে নভেম্বর সভাপতি রবিউল হোসেন পাতার অনুমতিক্রমে, সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাতীয় দৈনিক বিকাল বার্তা র ও গণমানুষের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার ইমরান সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ভোরের প্রতিধ্বনি পত্রিকার জেলা প্রতিনিধি সাগর আহমেদ, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, অর্থ সম্পাদক রাসেল মাহমুদ, দপ্তর সম্পাদক বায়োজিদ শাকিল, প্রচার সম্পাদক এসআই হাবিব রহমান, ধর্মীয় সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান আনাস, দৈনিক আজকের জনবাণী জাতীয় পত্রিকা সাংবাদিক মোঃউজ্জ্বল সরকার গাইবান্ধা জেলা প্রতিনিধি পলাশবাড়ী মডেল প্রেসক্লাব নির্বাহী কার্যকরী সদস্য,, রাকিব মিয়া, গোলজার সরকার রাজিব,আপেল মাহমুদসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা বলেন আমরা একটা পরিবার। আর আমরা আমাদের এই পরিবারকে সবসময় ভালো রাখার চেষ্টা করব। সকল সাংবাদিককে সঠিক ভাবে সত্য নিউজ সব সময় তুলে ধরতে হবে।সকল সাংবাদিককে এক হয়ে কাজ করার আহবান জানান। সাধারণ সম্পাদক মাসুদার রহমান বলেন আমরা সামনে দিনে আরও অনেক সুন্দর ভাবে আমাদের প্রতিষ্ঠানকে সচ্ছ ভবে কাজ এগিয়ে নেওয়ার কাজ করব। পরিশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে সকলের দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানটি শেষ করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন