প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

রামগড়ে  সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টারঃ খাগড়াছড়ির রামগড়ে সাজাপ্রাপ্ত আসামি ওমর ফারুক (২১) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রবিবার(২২ নভেম্বর) রাতে উপজেলার ০২ নং পাতাছড়া ইউনিয়নের থলিপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মোঃ ওমর ফারুক থলিপাড়া এলাকার ওসমান গণির পুত্র। রামগড় থানার এসআই আজিম হোসেন খান, দিপক বিশ্বাস, মোঃ হারুনুর অর রশীদ, এএস আই শাকিদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৮ বছর পূর্বের জিআর ০৫ বছরের সশ্রম কারাদন্ড ও ০৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত ওমর ফারক (২১) কে গ্রেফতার করা হয়।  রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন