প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

জয়পুরহাটে ফেন্সিডিল ৫ লাখ টাকার মাদক জব্দ

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবির কড়িয়া সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিল ও নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। মাদকদ্রব্যের বাজার মূল্য ৫ লাখ ৫২ হাজার ৮০০ টাকা। সোমবার (২৫ নভেম্বর) দুপুর ৩টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।১৪ বিজিবি এর পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, কড়িয়া বিওপি’র একটি বিশেষ টহল দল মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭৭/২৯-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম কড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ২২০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে সুকৌশলে পালিয়ে যায়। এ সময় মাদক ব্যবসায়ীর ফেলে যাওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। উদ্ধার মাদকদ্রব্যের বাজার মূল্য ৫ লাখ ৫২ হাজার ৮০০ টাকা মাত্র।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন