প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আশুলিয়ায় নাতী হওয়ার আনন্দে কৃতজ্ঞতা জানালেন হ্যাপি জেনারেল হসপিটাল কে

আশুলিয়ায় নাতী হওয়ার আনন্দে কৃতজ্ঞতা জানালেন হ্যাপি জেনারেল হসপিটাল কে মোঃ আকরাম হোসেন সাভারের আশুলিয়ায় সুস্থ সুন্দর মনোরম পরিবেশে সাংবাদিক রিপন কন্যার পুত্র সন্তান প্রসবে কৃতজ্ঞতা জানালেন হেপি জেনারেল হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক চেয়ারম্যান রাশিদা বিনতে রিয়াজ হ্যাপি কে। সোমবার ১০ ই অক্টোবর দিবাগত রাত্র ১২ টায় সাংবাদিক রিপন কন্যা রোকাইয়া রিপন (রাখি)কে সন্তান প্রসবের জন্য আশুলিয়ার ঐতিহ্যবাহী বাইপাইলে অবস্থিত হ্যাপি জেনারেল হসপিটালে সিজারের জন্য ভর্তি করা হয়। হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালকের পরিচালনায় মনোরম পরিবেশে দক্ষ চিকিৎসক এর সুচিকিৎসায় মায়ের কোল আলোকিত করে সুস্থসুন্দর ফুটফুটে পুত্র সন্তান এর জন্ম হয়। সাংবাদিক রিপন মিয়া বলেন প্রথমবারের মত নাতী হওয়ায় আমি নানু ভাই হয়েছি,আমি ও আমার পরিবার অত্যান্ত আনন্দিত,দোয়া করি আমার মেয়ে জামাইয়ের ঘর আলোকিত করে সুখী সুন্দর ও সুখীময় হোক আগামীর স্বপ্ন,সেই সাথে আশুলিয়ার বুকে এত সুন্দর মনোরম পরিবেশময় হসপিটাল হ্যাপি জেনারেল এর নিকট কৃতজ্ঞতা জানাই,সাধারন জনগনের উদ্দেশ্য বলবো,সকল প্রকার চিকিৎসার জন্য চলে আসুন হ্যাপি জেনারেল হসপিটালে,সুচিকিৎসা ও অভিজ্ঞ ডাঃ চব্বিশ ঘন্টা মানুষের সেবাই নিয়োজিত। হসপিটালে আসার ঠিকানা আশুলিয়া থানার অতি নিকটে বাইপাইল পুলিশবক্স থেকে একশ গজের মধ্যে নবিনগর টু আব্দুল্লাহপুর সড়কের বগাবাড়ি সংলগ্ন মেইনরোড।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন