প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁর মহাদেবপুর চৌমাশিয়া বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩ তিন প্রতিষ্ঠানকে জরিমানা !
 বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও ইউএনও মহোদয়ের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: রুবেল আহমেদ এর নেতৃত্বে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কার্যের অপরাধে ০৩ টি প্রতিষ্ঠানকে । পাঁচহাজার টাকা জরিমানা আদায় করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে মহাদেবপুর থানার নওহাটা পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে তিনি জানান। উজ্জ্বল কুমার সরকার নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন