প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

আশুলিয়ায় ব্যাপক জাঁকজমকপূর্ণ ভাবে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আশুলিয়ায় ব্যাপক জাঁকজমকপূর্ণ ভাবে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন
 আশুলিয়ায় ব্যাপক জাঁকজমকপূর্ণ ভাবে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন।বুধবার ১১ ই অক্টোবর বেলা ১০ টায় আশুলিয়া প্রেসক্লাব হলরুমে চ্যানেলটির ২৫ বছর
পদার্পণ উপলক্ষে কেক কাটা র‍্যালী দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করতে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামীলীগের দুই নক্ষত্র, (সভাপতি)ফারুক হাসান তুহিন(সাধারণ সম্পাদক)মুহাম্মদ সাইফুল ইসলাম,(সাংগঠনিক সম্পাদক)ইউনুস আলী খাঁন।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মোজাফফর হোসেন জয় (সভাপতি)আশুলিয়া প্রেসক্লাব,সঞ্চানলায় ছিলেন জহিরুল ইসলাম লিটন(সাধারণ সম্পাদক)আশুলিয়া প্রেসক্লাব।এসময় অন্যাঅন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্ধশতাধিক মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গুনীজন ও সুশীল সমাজ।চ্যানেল আই এর ঢাকা জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন এর বিশেষ আয়োজনে এ অনুষ্ঠানে আগত অতিথিদের একটি করে টিশার্ট প্রদান করা হয়।চ্যানেল আই এর ব্যানারে বিশিষ্ট অতিথিদের সমন্বয়ে আশুলিয়া প্রেসক্লাব সংলগ্নের বিভিন্ন রোড প্রদক্ষিন করে একটি বিশাল র্র‍্যালী বের হয়,র্র‍্যালীতে সকলের মুখে স্লোগান ছিলো শুভ শুভ শুভদিন চ্যানেল আই এর শুভ জন্মদিন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আশুলিয়া থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম ও সভাপতি ফারুক হাসান তুহিন একযোগে বলেন,সাংবাদিকেরা লেখোনীর মাধ্যমে দেশের উন্নয়নে ব্যাপক সহযোগীতা করেছেন,তা না হলে এতদ্রুত দেশের উন্নয়ন করা সম্ভব হতো না,এসময় চ্যানেল আই সহ দেশের সকল মিডিয়ার উত্তর উত্তর মঙ্গল কামনা করেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন