প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

খুলনার দাকোপের লাউডোব বাজারে মাপে কম দেওয়ায় পরিমাপের বাটখারা (পোরেন) জব্দ

খুলনার দাকোপের লাউডোব বাজারে ইউপি চেয়ারম্যান এর নির্দেশনায় মাপে কম দেওয়ায় পরিমাপের বাটখারা (পোরেন) জব্দ
খুলনার দাকোপ উপজেলার ৩ নং লাউডোব ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউপি প্যানেল চেয়ারম্যান নিতাই জোদ্দার পরিষদের চৌকিদার ও স্থানীয় ব্যক্তিবর্গকে সাথে নিয়ে লাউডোব বাজারের মাছ ও তরকারি ব্যবসায়ীদের পরিমাপের বাটখারা (পোরেন) জব্দ করেন। ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নিতাই জোদ্দার বলেন দীর্ঘ দিন ধরে বাজারের মাছ ও তরকারি ব্যবসায়ীরা মাপের সময় মাপে কম দিয়ে আসছে ক্রেতাদের এই অভিযোগ চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ ও আমার কাছে বাজার করতে আসা ক্রেতারা জানান। তাদের অভিযোগের ফলে চেয়ারম্যান আমাকে বাজারের এইসব ব্যবসায়ীদের মাপের বাটখারা (পোরেন) চেক করতে বলে। তাই আমি চৌকিদারদের সাথে নিয়ে প্রতিটি মাছ ও কাঁচামাল ব্যবসায়ীদের বাটখারা (পোরেন) চেক করি সত্যিই প্রত্যেকের মাপের বাটখারা (পোরেন) কম আছে। মাছ ব্যবসায়ীদের সঠিক মাপের চেয়ে ওজনে কম থাকার ফলে ২ কেজি, ১ কেজি, ৫০০গ্রাম ও ২০০ গ্রামের বাটখারাসহ সর্বমোট ৫০ কেজি বাটখারা জব্দ করি। ব্যবসায়ীদের মাপের বাটখারা (পোরেন) চেক করে দেখা যায় কেজিতে ২০ গ্রাম, ৫০ গ্রাম, ৮০ গ্রাম কম তাহলে এতো দামের ইলিশ মাছে যদি এভাবে মাপা হয় তবে ক্রেতাদের অবস্থা কেমন হয়। যার ফলে আমি এই সকল বাটখারা (পোরেন) জব্দ করে পরিষদে নিয়ে আসি এবং জব্দকৃত বাটখারার মাছ ও তরকারি ব্যবসায়ীরা বলেন আমরা আর মাপে কম দেব না। এরপর থেকে আমরা ডিজিটাল মিটারে মাছ ও তরকারি মাপ দিবো আমাদের এবারের মতো মাপ করে দেন। তাই চেয়ারম্যান মহাদয় তাদেরকে পুলিশে তুলে না দিয়ে পরিমাপের বাটখারা জব্দ করে রেখে অঙ্গিকার নামায় স্বাক্ষর রেখে তাদেরকে প্রাথমিক ভাবে ছেড়ে দেন। তবে আমাদের অভিযান চলছে এরপর যদি কেউ মাপে কম দেয় তবে তাদেরকে আর ছাড়া হবে না। তিনি বলেন অভিযান কালে তার সাথে উপস্থিত ছিলেন প্রফেসর নারায়ণ চন্দ্র রায়, সেচ্ছাসেবক লীগের সভাপতি লাউডোব ইউনিয়ন জয়ন্ত রায়, ব্যবসায়ী গৌতম দে, রাজু হাওলাদার, ইউনিয়নের দফাদার ও চৌকিদারবৃন্দসহ এলাকার সুধীজন। এ ধরনের অভিযান পরিচালনার জন্য এলাকাবাসী লাউডোব ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ ও ইউপি সদস্য নিতাই জোদ্দারকে ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং সাথে সাথে এ অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন