প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

ডিমলায় এলইডি চাইনিজ ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

ডিমলায় এলইডি চাইনিজ ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত।
খেলাধুলায় মনোনিবেশ মাদকমুক্ত পরিবেশ, মাদককে নাবলি মাদকমুক্ত সমাজ গড়ি চল সবাই ফুটবল খেলি।এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১০অক্টোবর ২০২৩ইং নীলফামারীর ডিমলা উপজেলার সোনাখুলি চাপানী সৈকত মাধ্যমিক বিদ্যালয় মাঠে এলইডি চাইনিজ ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছে। খেলাটি জলঢাকা বড়ভিটা ফুটবল একাডেমি বনাম ডিমলার কাকড়া বাজার যুব ক্রীড়া চক্র ডিমলা নীলফামারী ।খেলাতে হাজারো দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিনুর রহমান সাবেক চেয়ারম্যান ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ। খেলায় সভাপতিত্ব করেন, অবসর প্রাপ্ত শিক্ষক সোলায়মান আলী বিন্যাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃমাহাবুবার রহমান মা হোমিও হল ও পরিচালক,ওরিয়েন্টাল মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল সার্বিক সহযোগিতায়,মোজাফফর হোসেন ঁবিশিষ্ট সমাজ সেবক ঝুনাগাছ চাপানি ইউনিয়ন। আমন্ত্রিত অতিথি, জয়নাল আবেদীন, কর্মকর্তা গ্রামীণ ব্যাংক চাপানী শাখা। প্রধান পৃষ্টপোষক,আতাউর রহমান আশিক, ব্যবস্থাপনা পরিচালক, এসকে এন্টার প্রাইজ চাপানী হাট। আমিনুর রহমান বলেন,শিশুরা হল আগামীদিনের ভবিষ্যৎ লেখাপড়ার পাশাপাশি তারা যেন বিনোদনের অংশ হিসেবে খেলাধুলার প্রতি মনোযোগী হয় সেই আহবান রাখেন তিনি। বড়ভিটা ফুটবল একাডেমি শূণ্য এক গোলে কাকড়া বাজার যুব ক্রীড়া চক্রকে পরাজিত করে জয় লাভ করেন।ভাষ্যকর হিসেবে উপস্থিত ছিলেন মোঃহাবিবুর রহমান হাবিব আয়োজনেঃসৈকতপাড়া যুব উন্নয়ন ক্রীড়া সংঘ,চাপানি হাট ডিমলা নীলফামারী।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন