প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পাকাপোল বাজারে রক্তদান শিবির

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ভাঙড় ব্লক এবং ক্যানিং পূর্ব ব্লক এর খায়রুল ইসলামের উদ্দোগে পাকাপোল বাজারে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

উক্ত রক্তদান শিবিরে গভীর সুন্দর বন এলাকার শতশত মানুষ তাদের মূল্যবান রক্তদান করেন। এই মহাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা র বিধান সভার সদস্য এবং সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শওকত মোল্লা।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বে র তৃনমূল দলের অন্যতম নেতা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভূমি ও বন বিভাগের কর্মধক্ষ্য মোক্তার সেখ এবং সিকান্দার সেখ ও সাদেক লস্কর এবং ক্যানিং পূর্বে র তৃনমূল দলের অন্যান্য নেতৃত্ব।

এই রক্তদান শিবিরের মূল্যবান রক্ত গরীব মানুষ ও থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে দেওয়া হবে।

 

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন