প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

প্যান ইন্ডিয়ান ছবিতে বাংলাদেশী প্রথম তারকা শাকিব!

দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান প্রথম বাংলাদেশী নায়ক হিসেবে প্যান ইন্ডিয়ান চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ ছবিতে তাকে দেখা যাবে। ৮ অক্টোবর (রোববার) রাতে এই ছবিতে অভিনয়ের জন্যে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এই তারকার গুলশানের অফিসে চুক্তির পর চূড়ান্ত চিত্রনাট্য হস্তান্তর করা হয়।
‘দরদ’ ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এই জুটি ছাড়া আরও অভিনয় করবেন বলিউডি অভিনেতা রাহুল দেব, কলকাতার পায়েল সরকার, রাজেশ শর্মা, দেব চন্দ্রিমা এবং বাংলাদেশের লুৎফর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, মিশা সওদাগর প্রমুখ। পরিচালক অনন্য মামুন ছবিটি নিয়ে বলেন, আগামী ২০ অক্টোবর থেকে ভারতের বানারসে ছবিটির শুটিংয়ে থাকবেন শাকিব খান। ছবির গল্প, গান থেকে শুরু করে সবকিছু যদি ভালো হলে যে কোনো সময়ে ছবি মুক্তি দেওয়া যায়।
অনন্য মামুন আরও বলেন, যেহেতু এটি প্যান ইন্ডিয়ান ছবি তাই বলিউড, তামিল, তেলেগুতে একযোগে মুক্তি দেওয়া হবে। তিনি আরও বলেন, মুম্বাইয়ের প্রযোজক এবং পরিবেশকরা শাকিব খান সম্পর্কে জানেন। তাকে যে লুকে দেখা যাবে, বর্তমানে সেই লুক সেটের জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন তিনি।
জানা গেছে, ‘দরদ’ ছবির সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন