প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

পাইকগাছায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ

বি.সরকার , খুলনা জেলা প্রতিনিধি: পাইকগাছায় পালিত হলো জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ২৭ অক্টোবর রবিবার সকালে পুরাতন পরিবহন কাউন্টার চত্বরে উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক কাউন্সিলর ইমরান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এসএম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ, সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, কাজী সাজ্জাদ আহমেদ মানিক। বক্তব্য রাখেন ইউনুস মোল্লা, জিএম রুস্তম, আমিনুল ইসলাম বজলু, আনারুল ইসলাম, রাজিব নেওয়াজ, আবু তালেব, ফয়সাল রাশেদ সনি, দীপংকর বাবু, বাবু মীর, রবিউল ইসলাম, হারুন অর রশীদ, রাসেল হোসেন রাজা, সোহেল আহমেদ, সাদ্দাম হোসেন, নাজমুল হোসেন বাপ্পি, এসকে বাবু, লিটন ও কাদের। এসময় যুবদলের পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন