প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

এস এম আলমগীর চাঁদ , বিশেষ প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় প্রায় কোটি টাকা ব্যয়ে পল্লী সড়ক নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ পাওয়া গেছে। সড়ক পাকাকরণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নির্মান কাজে অতি নিম্নমানের সামগ্রী করায় সড়কটি অল্প দিনেই নষ্ট হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। জানা গেছে, অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সাঁথিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিএডি) তত্ত্বাবধানে উপজেলার মনমথপুর জলিলের বাড়ি হতে আব্দুল মালেকের ক্যানাল ভায়া ঈদগাহ সড়ক পর্যন্ত ৯শ মিটার। উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা যায়, এই সড়কটি পাকাকরণ কাজে ৮২ লক্ষ ৫৯ হাজার ৫শ ৬৭ টাকা চুক্তিতে কাজ পান প্রতিষ্ঠান মেসার্স তর্থী করবী এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান । চুক্তিমোতাবেক কাজ সমাপ্তির মেয়াদ এবছর ২৯ জুলাই এর মধ্যে সড়কটির নির্মান কাজ সমাপ্ত করার কথা থাকলেও তা করা হয়নি। সরজমিনে গিয়ে দেখা যায় সড়কটি নির্মান কাজে ব্যবহার করা হচ্ছে অতি নিম্ন মানের ইট, বালি, খোয়া সহ অন্যান্য নির্মাণ সামগ্রী। সড়কটির এজিং এর দু পাশে শিডিউল অনুযায়ী মাটি ব্যবহার করা হচ্ছে না। এতে করে অল্প বৃষ্টি হলেই নির্মানাধীন সড়কটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দা ফজর আলী জানান, সুম্বাদিক বাই এই রাস্তায় যে ইটের পচা খুয়া দেচ্ছে তাতে রাস্তা বেশি দিন টিকপিনানে। আমার গরু লিয়ে যাওয়ার সুময় গরুর পায়ের তলায় খুয়া পড়ে গুরো গুরো হয়া যাচ্চে। তালি বোজেন কি ইটের খুয়া দিয়ে কাম করতিছে? একই গ্রামের আলম হোসেন বলেন, রাস্তার কাম পুরাই দুই নাম্বারী হচ্ছে। এই কাজের তদারকি দায়িত্বে থাকা সাঁথিয়া উপজেলা (এলজিইডি)’র উপ-সহকারী প্রকৌশলী ইদ্রীস আলী কে বার বার জানালেও তিনি কোন কর্নপাত করে নাই। উল্টো সে আওয়ামী লীগ সরকারের শক্তির হুমকি ধামকি দেখায়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তর্থী করবী এন্টারপ্রাইজ প্রতিনিধি সুজন জানান, ২/১ গাড়ি খোয়া নিম্নমানের যেতে পাড়ে, তবে সেটা আমরা সরিয়ে নেবো। এ ব্যাপারে রাস্তার কাজের মান নিম্নমাণের হওয়া প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মো: শহিদুল্লাহ জানান, আমি বিষয়টা জেনেছি এবং কাজের সাইট থেকে নিম্নমানের মালামাল সামগ্রী সরিয়ে ভালো মানের সামগ্রী দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্মাণ কাজের নির্দেশ দেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন