প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

টিকাটুলীতে ১৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

 মোঃ আফতাবুল আলম: রাজধানীর টিকাটুলীর হাটখোলা রোডে অভিযান চালিয়ে ১৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোজাম্মেল হক (৩৬)। তার বাড়ি কক্সবাজারের উখিয়ার মোছাখোলায়। ওয়ারী থানা সূত্র জানায়, বুধবার (২৩ অক্টোবর ২০২৪)তারিখে থানার মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টিকাটুলীর হাটখোলা রোডে এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে বারটার দিকে সেখানে অভিযান চালিয়ে মোজাম্মেলকে গ্রেফতার করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে সাতটি জিপার পলিব্যাগে থাকা মোট ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিএমপির ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃত মোজ্জাম্মেল দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির সাথে জড়িত। সে কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবা ক্র‍য় করে রাজধানীর টিকাটুলি সহ বিভিন্ন জায়গায় সেসব ইয়াবা বিক্রি করত। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন