প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আরএমপি ডিবি’র অভিযানে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার

 মোঃ আফতাবুল আলম রাজশাহী: রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনা সূত্রে জানা যায়, আজ ২৭ অক্টোবর ২০২৪ তারিখ দুপুরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকার এক মহিলা তার বাড়িতে গাঁজা বিক্রয় করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি আজ দুপুর সোয়া ১২ টায় রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকার অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা বিক্রেতা ঐ মহিলা কৌশলে পালিয়ে যায়। পরবতীতে তার ঘর থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।  পলাতক আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আমামিকে গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন