প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরা রোটারী ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা রোটারী ক্লাবের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের অসহায় দুস্থ্য শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় রোটারী ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে রোটারী ক্লাব অব সাতক্ষীরার ক্লাব প্রেসিডেন্ট ও সাবেক উপজেলা চেয়ারম্যান রোটাঃ মো. মশিউর রহমান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্কুল ব্যাগ এবং শিক্ষা উপকরণ বিতরণ করেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু। আলোচনা সভায় রোটাঃ পিপি মাগফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সাতক্ষীরাথর রোটাঃ পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটাঃ পিপি আশরাফুল করিম ধনি, রোটাঃ পিপি মাহমুদুল হক সাগর, ফারহা দিবা খান সাথী, রোটাঃ কামরুল হাসান, রোটাঃ কামরুজ্জামান রাসেল, রোটাঃ নাছিমা খাতুন, রোটাঃ জেসমিন আক্তার, রোটাঃ নুরুল হক, রোটাঃ জিএম নাজমুল ইসলাম, রোটাঃ নুর মোহাম্মদ পাড়, রোটাঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, রোটাঃ শিমুন শামস্ প্রমুখ। এসময় রোটারী ক্লাব অব সাতক্ষীরাথর সদস্য ও রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন