প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

আত্রাইয়ে গোয়াল ঘর থেকে দেড় লাখ টাকার গরু চুরি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :  নওগাঁর আত্রাইয়ে গোয়াল ঘর থেকে কৃষকের দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ভোঁপাড়া (পশ্চিমপাড়া ) গ্রামের কৃষক ছামছুর রহমান ধলুর গোয়াল ঘর থেকে দেড় লক্ষাধীক টাকা মুল্যের দুটি চুরির ঘটনা ঘটে।ছামছুর রহমান ওই গ্রামের জহির আকন্দের ছেলে। ছামছুর রহমান জানান,বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পরেন। শনিবার সকালে গোয়াল ঘরে গিয়ে দেখেন চোরেরা দুটি গরু চুরি করে নিয়ে গেছে। গরু দুটির আনুমানিক মুল্য দেড় লক্ষাধীক টাকা হবে বলে জানান তিনি। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,এঘটনায় এখনো কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সামসুজ্জামান সেন্টু আত্রাই (নওগাঁ) প্রতিনিধি মোবা:- ০১৩১৭-৩৪৪৩৪৬ তাং:- ২৬-১০-২৪ইং

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন