প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

এসো কলম ধরি দেশ গড়ি, বুকে সাহস নিয়ে এগিয়ে চলি

 মোঃ বাবুল হক, চাঁপাইনবাবগঞ্জ: সাংবাদিকতা হলো সমাজের সাহসী চোখ, বিবেকের চোখ। সাংবাদিকদের কাছে কৈফিয়ত দিতে হয় সকল শ্রেণি পেশার মানুষকে। অনুসন্ধানী সাংবাদিক খবরের শেঁকড় বের করে আনে। প্রশাসন ও জনতা সাংবাদিকদের তথ্যের উপর ভিত্তি করে তাদের করনীয় ভাবে। তেমনি প্রশাসন ও জনতার তথ্যের উপর ভিত্তি করে সাংবাদিকেরা খবর প্রকাশ করে। সরকারের এনএসআই বাহিনী সকল খবর সবার আগে পেয়ে থাকেন। তেমনি খবর সংগ্রহে ডিএসবি, সিআইডি ডিজিএফআই, ডিবিও সার্বক্ষণিক কাজ করেন। তারই ভিত্তিতে ডিবি, পুলিশ, RAB, সেনাবাহিনী, বিজিবি আইনশৃঙ্খলার কাজ করেন এবং তা সাংবাদিকদের কাছে প্রকাশ করে ও সাংবাদিকরা তা জনসাধারণের জন্য প্রকাশ করে। সাংবাদিক ও প্রশাসন একই সূত্রে গাঁথা তবে প্রশাসনের নিয়মনীতি ও চেইন অব কমান্ড আছে কিন্তু সাংবাদিকদের তা থাকেনা। সাংবাদিকদের বরাবরই স্বাধীন ও সাহসী ভুমিকা দেখাতে হয়। সাংবাদিকরা একা নয়, তাদের একটা ছবি, একটা ভিডিও, একটা নিউজ সারাদেশ তথা সারাবিশ্বকে কাপিয়ে তুলতে পারে। সাংবাদিকদের কাছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকেও জবাবদিহি করতে হয়। তাই সাংবাদিকদের অনেক দায়িত্ব, দেশপ্রেম আমাদের অহংকার। সাংবাদিকরা অন্ধ হলে সমাজ অন্ধ হয়ে যাবে সুতরাং সাহসী সচেতন সাংবাদিক সমাজের গর্ব তাই সাংবাদিকদের সহযোগিতা করুন, সুস্থ সুন্দর সমাজ গড়ুন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন