প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

শ্যামনগর গাবুরায় কোস্টগার্ড ও বনবিভাগের যৌথ অভিযানে হরিণের মাংসসহ আটক-২

শ্যামনগর প্রতিনিধি : বাংলাদেশ কোস্টগার্ড ও বনবিভাগের যৌথ অভিযানে সুন্দরবন সংলগ্ন এলাকা গাবুরা ইউনিয়ন থেকে হরিণের মাংসসহ দুই জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।  রবিবার (২০ অক্টোবর) ভোর ৫টার সময় গাবুরা জেলিয়াখালি গ্রাম থেকে তাদের আটক করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসীর ইবনে মহসীন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রা কর্তৃক সুন্দরবন সংলগ্ন শ্যামনগর থানাধীন জেলিয়াখালি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২১ কেজি হরিণের মাংস, ১টি মোটরসাইকেল সহ দুইজন কে আটক করা হয়। পরবর্তীতে আটক হরিণ শিকারি ও উদ্ধারকৃত হরিণের মাংসসহ সকল আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাঠেশ্বর বন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। কাঠেশ্বর বন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মোল্লা  জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাবুরা ইউনিয়নের জেলিয়াখালি মন্দির এলাকায় বেড়ীবাঁধে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২১ কেজি হরিণের মাংস, ১টি মোটরসাইকেল সহ দুইজন কে আটক করেছে।আটককৃতরা হলেন , শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের মাহমুদ মল্লিকের ছেলে মো. মশিউর রহমান শামিম (৪৭) এবং মৃত্যু ওয়াজেদ গাজীর ছেলে মোহাম্মদ লুৎফর রহমান (৬০)।  তিনি আরো জানান, আমরা মাত্র ২১ কেজি মাংস উদ্ধার করেছি। বাকি মাংসের ক্রেতা কারা, শিকারের সঙ্গে আর কারা কারা জড়িত আছে। আমরা এগুলো বের করার চেষ্টা করছি। এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্য প্রাণী নিধন আইনে মামলার পর সাতক্ষীরা কারাগারে পাঠানো হবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন