প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

নীলফামারী জলঢাকায় গন, যুব ছাত্র অধিকার পরিষদের শুভেচ্ছা র‍্যালি

‌মোঃ আল আমিন ইসলাম , নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গন, যুব ছাত্র অধিকার পরিষদের আয়োজনে শুভেচ্ছা র‍্যালি অনুষ্ঠিত হয় রিয়েলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জলঢাকা ট্রাফিক মোড় শহীদ আবু সাঈদ চত্বরে এক আলোচনা সভা করেন। জনাব তাইজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভিপি ও গণধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর বক্তব্য রাখেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। উক্ত শুভেচ্ছা র‍্যালি জলঢাকার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্র জনতা যোগ দেন এ সময় সাবেক ভিপি ও গণধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক বলেন জলঢাকা বাসীকে শক্ত অবস্থান ধরে রাখতে হবে এবং সামনে যে নির্বাচন সেই নির্বাচনে ৩০০ সিটেই গন যুব ও ছাত্র অধিকার পরিষদ প্রার্থীতা ঘোষণা করবেন তাই সবাইকে নিজ নিজ দায়িত্বে তাদের কার্যক্রম চালিয়ে যেতে বলেন কেন্দ্রীয় কমিটির নেতা নুরুল হক নুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার যুব অধিকার পরিষদের সভাপতি শাকিল চৌধুরী, সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না, ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে উদার, ও সাধারণ সম্পাদক রাকিব হোসাইন, ও ছাত্রলীগের পরিষদের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, উপজেলা শাখার যুব অধিকের পরিষদের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক বাবলু ইসলাম, সহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুন্নবী ইসলাম নূর সভাপতি বাংলাদেশ ছাত্র ও অধিকার পরিষদ জলঢাকা উপজেলা শাখা জনাব আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জলঢাকা উপজেলা শাখা। বক্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে সভাটি শেষ করেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন