প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধা জেলা মেডিকেল টেকনোলজিস্ট ঐক্য পরিষদের কমিটি গঠন

মোঃ উজ্জ্বল সরকার , গা ইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা মেডিকের টেকনোলজিস্ট ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) সকালে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখে সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাইভেট কিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের জেলা সভাপতি ডা. শহিদুজ্জামান হারুন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বিপ্লব, জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. তাহেরা আক্তার মনি, এমডি ল্যাব মেডিসিন স্পেশালিষ্টের ডা. ইলতুতমিশ আকন্দ পিন্টু, বিএমএ জেলা আহবায়ক আ.খ.ম আসাদুজ্জামান সাজু, সিনিয়র মেডিকেল টেকনোলজি মো. মোশারফ হোসেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রতীক ঘোষ দ্বীপ, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সরকার ও জান্নাতুল মাওয়া প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. উজ্জল হোসাইন। শেষে সাজ্জাদুর রহমান সাজ্জাদ সভাপতি ও মো. উজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন