প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বীরমুক্তিযোদ্ধা বন্ধু ফারুককে আপনারা ক্ষমা করবেন লতিফ সিদ্দিকী

শুভসাহা,বিশেষসংবাদদাতা:  টাঙ্গাইলের প্রবীন সাংবাদিক, জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফারুকের জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন মহান মুক্তিযুদ্ধের টাঙ্গাইল কমান্ডার ইন চিফ লতিফ সিদ্দিকী।কমান্ডার ইন চিফ বলেন,যে কাজ করে ভুল তারই হয়,যে কাজ করে না তার ভুল হয়না।বন্ধু ফারুক ভুল করেছে কি না তা একমাত্র আল্লাহই জানেন।বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী ফজলুর রহমান ফারুককে আপনারা ক্ষমা করে দিবেন।১৯শে অক্টোবর,শনিবার বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় সামাজিক গোরস্থান মাঠে মরহুম ফজলুর রহমান খান ফারুকের জানাজা নামাজে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী আরও বলেন,রাষ্ট্রের পরিবর্তিত পরিস্থিতিতে ফজলুর রহমান ফারুকের পরিবারের পক্ষ থেকে টাঙ্গাইলের গণমানুষের কাছে ক্ষমা চাওয়ার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।তাই আমি বন্ধু ফারুকের জন্য সকলের কাছে নত মস্তকে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের যদি মন থাকে,মানুষ ভুল করে,আমিও ভুল করি।যদি মনুষ্যত্ব থাকে তাহলে তাকে নি:স্বার্থে ক্ষমা করে দিন।তিনি বলেন,আমরা যারা বঙ্গবন্ধু মুজিবের পদতলে বসে এই বাংলাকে ভালোবেসেছি,সেই মুজিব অনুসারীদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে তাকে ক্ষমা করার,আমাকে ক্ষমা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।উল্লেখ্য,শনিবার(১৯শে অক্টোবর)সকাল ৯ টা ৪০ মিনিটে টাঙ্গাইল শহরের থানাপাড়ার নিজ বাসভবনে একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।তিনি এক ছেলে এক মেয়েসহ বহু সহকর্মী, সহমর্মী,গুণগ্রাহী রেখে গেছেন।ফারুকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শহরের থানাপাড়ার বাসভবনে জেলার বিভিন্ন স্তরের মানুষ সমবেদনা জানাতে সমবেত হলেও নিজ দলের কোন নেতাকর্মীদের দেখা যায়নি। তিনি সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কয়েকটি মামলার আসামি ছিলেন।তার জানাজা নামাজে পাঁচ শতাধিক মানুষ অংশ নিলেও তার একমাত্র ছেলে সাবেক এমপি খান আহমেদ শুভ উপস্থিত হতে পারেননি।এছাড়া একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা হিসেবে জেলা বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদাও দেওয়া হয়নি।পরে তাকে টাঙ্গাইল কেন্দ্রীয় সামাজিক গোরস্থানে সাধারণভাবে দাফন করা হয়েছে বলে তথ্য সুনিশ্চিত করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন