প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রধান প্রতিবেদক আতাউর রহমান ইমরান আর নেই!

হবিগঞ্জের লাখাই উপজেলার সাংবাদিক আতাউর রহমান ইমরান দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার চীপ রিপোর্টার ছিলেন। সে (ব্লাড)মরনব্যধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা গ্রীন লাইফ হসপিটাল আইসিউতে মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধায় ইন্তেকাল করেছেন। সে লাখাই প্রেক্লাবের সহ-সভাপতি ও লাখাই অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। তার পিতা মরহুম লিয়াকত আলী বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এর একমাত্র ছেলে। তার অকাল মৃত্যুতে স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।তার মৃত্যুতে লাখাই প্রেসক্লাব কমিটির নেতৃবৃন্দ,লাখাই অনলাইন প্রেসক্লাব, লাখাই রিপোর্টাস ইউনিটি, লাখাই উপজেলা প্রেসক্লাব,লাখাই উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম, ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম সহ উপজেলার সর্বস্তরের সুশিল সমাজ, লাখাই উপজেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা পরিবারের সকল গণমাধ্যম কর্মী সহ সকলে আতাউর রহমান ইমরান এর মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা করেন। আগামীকাল বুধবার তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন