চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম চিলমারী মডেল থানা এলাকায় মলম লাগিয়ে অভিনব কায়দায় অটোচুরির ঘটনায় গত ৪ অক্টোবরের মামলায় অটো উদ্ধার ও চোর চক্রের মূলহোতা গ্রেফতারের লক্ষ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ গোপন তথ্য সংগ্রহ করে রংপুর জেলার হাজীরহাট থানাধীন রায়পাড়া বটতলা রণচন্ডী এলাকা থেকে আন্তঃজেলা অটোচোর চক্রের মূলহোতা জয়দেব রায় ওরফে বিলাতু (২৫) কে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামী জয়দেব বিভিন্ন জেলায় অভিনব কায়দায় যাত্রীবেশে অটোর চালকে মলম লাগিয়ে অজ্ঞান করে অটো চুরি করে আসছিল। পরবর্তীতে চিলমারী থানা এলাকায় একই কায়দায় অটো চুরির ঘটনায় কুড়িগ্রাম জেলা পুলিশ দ্রুততম সময়ে মুলহোতাকে রংপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই চক্রটির সাথে জড়িতদের আইনের আওতায় আনতে কুড়িগ্রাম জেলায় আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।