প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আজমিরীগঞ্জ থানার আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে মঙ্গলবার ১০ অক্টোবর ২০২৩ ইং বিকেল ০৪.০০ ঘটিকার সময় শারদীয় দূর্গা পূজা-২০২৩ উদযাপন উপলক্ষে আজমিরীগঞ্জ থানার আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ডালিম আহম্মেদ, তদন্ত ওসি মোঃ গোলাম ফারুক, আজমিরীগঞ্জ উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন চন্দ, সাধারণ সম্পাদক বিপ্লব দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলার সভাপতি বাবলু রায়,আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কনোজ ব্যানার্জি, সহ সভাপতি সোহাগ মিয়া, শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলীউর রহমান, কাকাইলছেও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল সহ উপজেলার বিভিন্ন হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হয়। সেই সঙ্গে পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের মতামত গ্রহণ করেন। উক্ত সভায় অফিসার ইনচার্জ বলেন সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে পুলিশ বিভাগের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্ম কর্ম সুষ্ঠুভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষায় আজমিরীগঞ্জ থানা পুলিশ সবসময় সর্তক রয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামন্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও প্রতিটি মন্ডপে স্বেচ্ছা সেবকরা দায়িত্ব পালন করার আহব্বান জানান। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। এ বছর আজমিরীগঞ্জ থানা এলাকায় মোট ৩৭ টি পুজা মন্ডপের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। থানার অন্যান্য বছরের মত এ বছরও পূজামন্ডপ গুলোতে পুলিশ, আনসার-ভিডিপি সদস্যদের সার্বক্ষনিক নিরাপত্তা দেয়া ছাড়াও পূজা মন্ডপে পুলিশের নিয়মিত টহল থাকবে। এছাড়াও মতবিনিময় সভায় অতিথিবৃন্দ সহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন