প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

তাড়াশে দুর্গা পুজা উপলক্ষে জেলা প্রশাসকের মন্ডব পরিদর্শন 

মোঃ মাহবুবুর রহমান,তাড়াশ ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্বারদীয় দুর্গাপূজা উপলক্ষে  সিরাজগঞ্জের তাড়াশের পৌর সদরের পুজা মন্দির পরিদর্শন ও হিন্দু মন্ডবে আগত জনগনের সাথে মতবিনিময়  করেছেন জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন। শনিবার (১২ অক্টোবর) রাতে জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন প্রথমে   তাড়াশ পৌর সদরের বারোয়ারী শ্রী শ্রী দুর্গা মন্দির ও পরে শ্রী শ্রী গোবিন্দ দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন।  এ সময় তাঁর সঙ্গে ছিলেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার মো.ফারুক আহমেদ,  লে.কর্নেল নাহিদ আল আমিন পিপিএম পিএসসি, মেজর সৈয়দ সাদিকুল হক পিএসসি, র‍্যাব-১২ মেজর সৈয়দ সাদিকুল হক পিএসসি, তাড়াশ ইউএনও সুইচিং মং মারমা, সহকারী কমিশনার ( ভুমি) মো. খালিদ হাসান, থানা অফিসার ইনচার্জ  মো.আসলাম হোসেন,  উপজেলা বিএনপির সভাপতি স. ম. আফসার আলী, সাধারণ সম্পাদক প্রভাষক মো. আমিনুর রহমান টুটুল, তাড়াশ পৌর বিএনপির আহবায়ক ও উপজেলা সনাতন সংস্থার সভাপতি তপন গোস্বামী, সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক গোপাল চন্দ্র, যুগ্ম আহবায়ক আশুতোষ স্যানাল,তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন সাজু,সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সদস্য মো. মহসীন আলী, মো. মনিরুল ইসলাম, মোঃ মাহবুবুর রহমান,মো. মজিবর রহমান,হুমায়ন কবির লিমন,জিবরুলসহ অনেকে।  এই মত বিনিময় সভায় প্রধান অতিথি  সকলকে উদ্দেশ্যে করে বলেন  আমরা এখানে  যারা উপস্থিত আছি সবাই  মানুষ। সম্প্রদায় অসম্প্রদায়  না মনে করে যদি আমরা সবাই বাংলাদেশী  মনে করি তাহলে কোন বিশৃংখলা সৃষ্টি হবেনা।  আমরা সবাই  মিলে মিশে থাকবো এই প্রত্যাশা সবার কাছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন