প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

সাঘাটায় ট্রাক উল্টে  নদীতে   চালের বস্তা 

সাঘাটা প্রতিনিধি: সাঘাটায় ট্রাক উল্টে  নদীতে   চালের বস্তা  গাইবান্ধার সাঘাটা উপজেলার মথর পাড়া বটতলা গ্রামে বোনার পাড়া  পাড়া টু জুমারবাড়ি সড়কে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তার দুইপাশের মাটি দেবে যাওয়ায় সম্প্রতি  বোনারপাড়া ব্যবসায়ী আব্দুল গোফফার মিয়ার ২০৬ বস্তা চালসহ ট্রাক উল্টে যায়। স্থানীয় লোকজন চালের বস্তা উদ্ধার করলেও ও ৯৭ চালের বস্তা   নদীর পানিতে  নিমজ্জিত হয়। ব্যবসায়ী আব্দুল গোফফার  মিয়া বলেন, বিকল্প রাস্তার দুইপাশে মাটি দেবে গেছে, ঠিকাদারের কারণে এই দুর্ঘটনা ঘটলো, আমি ক্ষতিপূরণের জন্য মামলা করব।  এ বিষয়ে ঠিকাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলো তাকে পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন