প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

জলঢাকায় জামাত ইসলামীর নেতৃবৃন্দের উদ্যোগে বিভিন্ন পূজা মন্ডপ প্রদক্ষিণ ও আর্থিক সহযোগিতা

মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় বিভিন্ন পুজা মন্ডপ প্রদক্ষিণ করেন বাংলাদেশ জামাতে ইসলামীর জলঢাকা উপজেলা শাখার বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ ও আর্থিক সহযোগিতা করেন জামাত নেতারা। ও প্রদক্ষিণ কালে নেতৃত্ব দেন ওবায়দুল্লাহ সালাফি সেক্রেটারি রংপুর মহানগর বাংলাদেশ জামাতে ইসলামী, প্রভাষক ছাদর হোসেন প্রচার ও মিডিয়া সেক্রেটারি নীলফামারী,
মোখলেসুর রহমান মাস্টার আমির উপজেলা শাখা জামাতে ইসলামী,
আলহাজ্ব কামারুজ্জামান নায়বে আমির বাংলাদেশ জামাতে ইসলামী উপজেলা শাখা ও সভাপতি জলঢাকা প্রেসক্লাব।
মোয়ামমাল আল হাসান সেক্রেটারি উপজেলা জামাতে ইসলামী, মুজাহিদ মাসুম সহকারী সেক্রেটার
জামাতে ইসলামী উপজেলা শাখা। বিভিন্ন পূজা মন্ডপ প্রদক্ষিণ
করে তারা বিভিন্ন আলোচনা রাখেন সনাতন ধর্মাবলম্বীদের জন্য এবং বক্তারা বলেন ধর্ম যার যার উৎসব তার তার বলে তারা বক্তব্য রাখেন। বলেন এদেশের নাগরিক সবাই সকলেই মিলেমিশে থাকতে হবে এটাই মানবাতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবার পাশে দাঁড়াতে চাই আপনারা এগিয়ে আসেন আমরাও এগিয়ে যাব ইনশাল্লাহ। এবং কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাকে কঠিন হাতে প্রতিহত করা হবে বলে জানান জামাত নেতারা। এবং জামায়াত নেতারা শারদীয় শুভেচ্ছা জানান উপজেলার সকল ধর্মাবলম্বীদের।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন