প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

রাজৈরের ইশিবপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতে কটুক্তি করায় প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :

রামগিরির দুই গালে জুতা মারো তালে তালে, নীতিশ রানের দুই গালে জুতা মারো তালে তালে,

মহানবী হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে, ভারত মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহা রাজ্যের করা কটুক্তি এবং বিজেপি নেতা নিতিশ রানে রানে কর্তৃক সমর্থনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল, তারিখ : ১২ ই অক্টোবর ২০২৪, শনিবার সময় বাদ আসর স্থান :ইশিবপুর বাজার জামে মসজিদ,হোতে মেইন রোড দিয়ে দিঘীরপাড় পর্যন্ত মিছিল শেষ করেন, মিছিলে অংশগ্রহণ করেন ইশিবপুর বাজার জামে মসজিদের ইমাম সাহেব, ও অন্যান্য মসজিদের ইমাম সাহেব ও খেদমতে খলক স্বেচ্ছাসেবক সংগঠনের আহবায়ক সেলিম রেজা, যুগ্ন আহবায়ক মোঃ আলী শেখ, যুগ্ন আহ্বায়ক হাসান মাহমুদ রাসেল শেখ, যুগ্ন আহবায়ক স্বপন মিয়া, সদস্য মহিবুল হাওলাদার, সহ আরো সদস্যবৃন্দ এবং ইশিবপুরের ধর্মপান মুসলমান বৃন্দ।

আয়োজনে : ইশিবপুর জোনের তৌহিদী জনতা।
সৌজন্যে : খেদমতে খলক, স্বেচ্ছাসেবক সংগঠন, ইশিবপুর জোন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন