প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

অনেক কল্পনা জল্পনার পরে কারাগার থেকে ৪ আসামি পালানোর সাড়ে ৩ মাস পরে সেই জেল সুপার গাইবান্ধায় বদলি

 গোবিন্দগঞ্জ উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি: বগুড়া জেলা কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি পালানোর ঘটনার সাড়ে তিন মাস পর জেল সুপার আনোয়ার হোসেনকে বগুড়া থেকে গাইবান্ধায় বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে গত ৯ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে জেল সুপার আনোয়ার হোসেনকে গাইবান্ধা জেলা কারাগারে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদকে বগুড়া জেলা কারাগারে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব তাহনিয়া রহমান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে কারা অধিদপ্তরের প্রস্তাবনার আলোকে বদলির আদেশ জারি করা হয়। বগুড়া কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন তার বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে বগুড়া কারাগার থেকে গাইবান্ধা কারাগারের জেল সুপার হিসাবে বদলির আদেশ হয়েছে। তবে নবাগত জেল সুপার এখনও বগুড়া কারাগারে যোগদান করেননি। নবাগত জেল সুপার ফারুক আহমেদ বগুড়া কারাগারে যোগদানের পর তিনি গাইবান্ধা কারাগারে যোগদান করবেন বলে জানান। উল্লেখ্য, গত ২৫ জুন রাতে বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ কেটে পালিয়ে যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি। পরে ভোররাতে স্থানীয় লোকজনের হাতে পালিয়ে যাওয়া চার আসামি ধরা পড়ে। ফাঁসির আসামি পালানোর ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়। একজন ডেপুটি জেলারসহ ৭ জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। বদলি করা হয় জেলার ফরিদুর রহমান রুবেলকে। এর সাড়ে ৩ মাস পর জেল সুপার আনোয়ার হোসেনকে বদলি করা হলো।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন