প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মহিমাগঞ্জ হরিসভা নাট মন্দির পরিদর্শন করেন, মহিমাগন্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো: গোলাম রহমান

মোঃ জাফর ইকবাল রানা:

১১ অক্টোবর গত শুক্রবার রাতে মহিমাগঞ্জ হরিবাসর নাট মন্দিরে মন্দির পরিদর্শন কালে মোঃ গোলাম রহমানের সাথে সফর সঙ্গী উপস্থিত ছিলেন

মোঃ আনোয়ার তালুকদার, সাবেক যুগ্ন সম্পাদক, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি ও প্রতিষ্ঠাতা সভাপতি মহিমাগঞ্জ ছাত্রদল।
মো: রফিকুল ইসলাম, সাবেক সভাপতি ৫ নং ওয়ার্ড বিএনপি,
মো: ফরিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা,
মো: শামীম মিয়া সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মহিমাগঞ্জ ইউনিয়ন ছাত্রদল ও যুবদল নেতা,
মো: আশিকুর রহমান, সাবেক সহ সভাপতি মহিমাগঞ্জ ইউনিয়ন ছাত্রদল,
মো: মিজানুর রহমান, যুবদল নেতা,
মো: আজাদুল ইসলাম বিএনপি নেতা,
সাবেক ছাত্র নেতা মো: কামরুজ্জামান কামু প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন