এতদ্বারা দৈনিক কলম যোদ্ধা নিউজ পোর্টালের সাথে কাজ করা সকল সহযোদ্ধা সাংবাদিক ভাই বোনদের অবগতির জন্য জানানো যাইতেছে যে,দীর্ঘ দিন যাবৎ প্রায় ৪ বছর হয়ে গেল আমাদের পথ চলার। এখনো পর্যন্ত তেমন ভাবে আমরা কারো সাথে পরিচিত হয়ে উঠতে পারিনি। তাই সকলের জন্য আনন্দের সংবাদ হচ্ছে যে, আগামী ডিসেম্বর মাসের ২৮ তারিখ রোজঃ শনিবার আমরা নির্বাহী পরিষদের সভারি সিদ্ধান্ত মোতাবেক এক সাংবাদিক মিলন মেলার আয়োজন করতে জাচ্ছি।সেখানে গুনিজনদের সম্মাননাসহ সাংবাদিক সম্মাননা ব্যুরো প্রধান, জেলা প্রধান ও উপজেলা প্রতিনিধিসহ বিষেশ সম্মাননার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ।উক্ত সাংবাদিক মিলন মেলায় সকল সাংবাদিক ভাই বোনদের অংশ গ্রহন নিশ্চিত করার জন্য বিষেশভাবে অনুরোধ করা হইলো। অংশ গ্রহন রেজিষ্টেশন সম্পূর্ণ করতে যোগাযোগ করার জন্য 01575019652 অথবা 01717934449 এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিষেশ ভাবে বলা হইলো।সকলের অংশ গ্রহন নিশ্চিত করার জন্য আবারো অনুরোধ করছি।আশা করছি আপনারা সকলে অংশ গ্রহন করবেন।পরিশেষে সকলের মঙ্গল কামনা করছি।
আহব্বানে-
সম্পাদক:
মোঃ আনছারুজ্জামান রেজুয়ান ইসলাম এম.এ ।
মোবাইল নংঃ 01717934449
প্রকাশক :
মোঃ রাজিবুল করিম রোমিও ।