প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ভালবাসা

কেউ একজন বলেছিলো-
আপনাকে ভীষন ভালোবাসি
আমি বলেছিলামঃ-
কেন ?
সে বলেছিলো-
আপনার চোখ দুটো সুন্দর ,,আপনার কণ্ঠস্বর শুনতে ভালো লাগে খুব মিষ্টি করে কথা বলেন,,আপনার ঠোঁটের ওপরের কালো তিল টা দেখে যে কেউ প্রেমে পড়বে আমিও তাই আপনাকে ভালোবাসি ।
আমি বুঝেছিলাম-
এটা তার ভালোবাসা না-
এটা তার ভালোলাগা-
তাই তাকে আর ভালোবাসা হলো না ।
একজনকে একটা-
গোলাপ দিয়ে বলেছিলাম “ভালোবাসি” ।
তারপর কিছুদিন পর গোলাপটা তার কাছে চাইলাম ।
সে বলেছিলো-
গোলাপ টা শুকিয়ে গেছে-
গন্ধহীনা হয়ে গেছে তাই ছুড়ে ফেলে দিয়েছে ।
আমি বুঝেছিলাম-
সে সৌন্দর্যের প্রতীক ।
সৌন্দর্য নষ্ট হয়ে গেলে-
সে গোলাপের মতো-
আমাকেও ছুড়ে ফেলে দেবে ।
তাই তাকে ও আর ভালোবাসা হয় নি ।
আর একজন এসেছিল-
সম্পর্কের শুরুতে তার ভালোবাসা ছিলো অসীম ।
কিন্তু কিছুদিন-
যেতে না যেতে ই বাড়লো তার অবহেলা ।
আমি বুঝেছিলামঃ-
সে নতুনে মুগ্ধ ।
একটু পুরানো হলে-
তার আর আগের মতো ভালো লাগবে না ।
তাই তাকে ও আর ভালোবাসা হয় নি ।
তারপর ভাবলাম বসে থেকে লাভ নেই তাই বিয়ে করে নিলাম
জীবনে-
ভালোবাসা পাওয়ার অযোগ্য মানুষটাকে- ভালোবাসার থেকে, সারাজীবন সঠিক মানুষটার জন্য অপেক্ষা করা ভালো ।
সে জীবনে আসলে-
আপনার সৌন্দর্য কে নয়-
আপনার ব্যাক্তিত্বের প্রেমে পড়বে ।
তার কাছে আপনি কখনোই পুরাতন হবেন না ।
আপনার দেওয়া গোলাপ টা-
শুকিয়ে গন্ধহীনা হয়ে যাওয়ার পর ও-
যত্ন করে রেখে দেবে ডায়েরির ভাজে ।
ঠিক যেমন আপনাকে সারাজীবন-
হৃদয় মাঝারে যত্ন করে রাখবে সারাজীবন ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন