প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর রাণীনগরে জাগ্রত জনতা সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

 রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে জাগ্রত জনতা সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার জাগ্রত জনতা সংসদ পঞ্চগ্রাম সপ্তম বারের মতো বিজয়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের আয়োজন করেন। সফুরা আব্দুস সাত্তার আল কুরআন লার্নিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন সফুরা-আব্দুস সাত্তার আল কুরআন লার্নিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডক্টরস্ এগ্রো-ভেট লি. ব্যবস্থাপনা পরিচালক ডা. রাফিউল করিম রাফি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম। এ সময় পেট্রো বাংলার সাবেক ডিজিএম নজরুল ইসলাম, ইউপি সদস্য মো. শাহাজাহান আলী শাহ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন উদ্বোধনী টুর্নামেন্টে উজান বাগমারা নাইম একাডেমি দল ও সিম্বা ফুটবল একাদশ দল অংশগ্রহণ করেন। খেলায় ট্রাইবেকারে উজান বাগমারা নাইম একাডেমি দলকে এক গোলে হারিয়ে সিম্বা ফুটবল একাদশ দল বিজয়ী হন। আয়োজকরা জানান, এ টুর্ণামেন্টে ৬টি জেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচে উজান বাগমারা নাইম একাডেমি দল ও সিম্বা ফুটবল একাদশ দল অংশগ্রহণ করে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন