প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

ভেড়ামারায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিকেল ৪ টার সময় শহীদ জিয়া সৃতি সংসদ এর আয়োজিত ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় জিয়া মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন । অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুব উদ্দিন আহমেদ আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুষ্টিয়া জেলা, তিনি বলেন, মাদক কে দুরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা করলে শরীর মন দুটোই ভালো থাকে। আমাদের নেতা আরাফাত রহমান কোকো একজন ভালো খেলোয়াড় ছিলেন তার নামে যে খেলার আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি কুষ্টিয়া জেলা শাখা, শিহাবুল ইসলাম সভাপতি বিএনপি ভেড়ামারা উপজেলা, এ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম সাধারণ সম্পাদক ভেড়ামারা উপজেলা, শাজাহান আলী যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভেড়ামারা উপজেলা ও সাবেক উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান, শফিকুল ইসলাম ডাবলু সাংগঠনিক সম্পাদক ভেডামারা পৌরসভা, মনিরুল ইসলাম খাঁন যুগ্ম-সাধারণ সম্পাদক বিএনপি ভেড়ামারা পৌরসভা,বুলবুল আবু সাইদ শামীম এ্যাডঃ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা। আঃ সালাস সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, হাজী সামসুল হক বিশিষ্ট ব্যাবসায়িক, সাহাদত সভাপতি মোকারিমপু ইউনিয়ন শাখা,সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উদ্বোধন অনুষ্ঠানে যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলেন রাজশাহী একাদশ বনাম সিরাজগঞ্জ একাদশ খেলার ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল না করায় ট্রাইব্রেকার মাধ্যমে খেলা নিষ্পত্তি হয় ।রাজশাহী একাদশ- ৪ সিরাজগঞ্জ একাদশ -৫ গোল করে।মাঠের চারিপাশে দর্শকদের কানায় কানায় পূর্ণ ছিলো।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন