প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

দিন দিন বেড়েই চলছে অবৈধ ট্রাক্টর গাড়ি, ও অবৈধ বোমা মেশিনের রমরমা ব্যবসা

মোঃ আল আমিন ইসলাম: নীলফামারী জেলায় জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের নাড্ডাপড়ায় এলাকায় বুড়ি তিস্তা নদীর চরে অবৈধ বোমা মেশিন লাগিয়ে বালু উত্তোলন করতেছে। কিছু সিন্ডিকেট মহল নানান কথা বলে, নানান ভাবে, নানান অজুহাতে এই বালুগুলো উত্তোলন করতেছে এবং বিভিন্ন জায়গায় বিক্রি করার অভিযোগ উঠেছে তাদের নামে। এবং গোলমুন্ডা বাজার থেকে প্রায় ৪ কিলোমিটার রাস্তা বাঁধের উপর দিয়ে যাওয়ার কোন ব্যবস্থা নেই কারণ রাস্তাটি ধ্বংস করে দিয়েছে ট্রাক্টর গাড়ি ওয়ালারা। এবং নদী রক্ষা বাঁধ বুড়িতিস্তা নদীর দুই ধার দিয়ে প্রায় ১০ কিলোমিটার ধ্বংস হয়ে গেছে, এবং যেকোনো সময় যেকোনো মুহূর্তে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছুদিন আগেই সংস্কার করানো হয় এই বাঁধ গুলো। কিন্তু অনেক যায়গায় দেখা যাচ্ছে বাঁধ কেটে বালু নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। সরকার অনেক টাকা খরচ করে নতুন করে বাঁধ সংস্কার করল সেই বাঁধ দিয়ে একটি সাইকেল যাওয়ার মতো অবস্থা এখন নেই কারণ হচ্ছে এই অবৈধ ট্রাক্টর গাড়ি। সচেতন মহল বলতেছেন আমাদের বিভিন্ন ইউনিয়নে ভূমি অফিসগুলোর দুর্বলতায় এমনটি হচ্ছে বারবার। তাদের সামনে অবৈধ বোমা মেশিন, অবৈধ ট্রাক্টর গাড়ি, অবৈধ আরো অনেক কিছু আছে যা ধরার এখতিয়ার ভূমি অফিসের আছে কিন্তু তারা দেখেও কিছু উপটকন নিয়ে গাড়িগুলো ছেড়ে দেন সব সময়। যাতে করে পরের দিন থেকে আবার প্রকাশে দিনরাত বালু মাটি উত্তোলন করে বিক্রি করতে পারে। আসলে এইভাবে চলতে থাকলে নিচু জায়গাগুলো পরিণত হবে একসময় জলাশয়, রাস্তাঘাট গুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো ঠিক করতে সরকারকে করতে হবে বাড়তি ব্যয়। এখনই এই অবৈধ ট্রাক্টর গাড়ি, অবৈধ বোমা মেশিনের বিরুদ্ধে ব্যবস্থা নোয়া না হলে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে পুরো জলঢাকার বিভিন্ন ইউনিয়নের লোকজনদেরকে সকলকেই বলতেছেন এই কথা। দৃষ্টি আকর্ষণ করেছেন উপজেলা প্রশাসনের আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এই আশা সকল সাধারণ জনগণের জলঢাকা নীলফামারী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন