প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সৃষ্টির মহিমা

পৃথিবীটা শান্ত এখন
কোলাহল নেই আর,
ঘুমিয়ে আছে সবাই যখন
মুক্ত পারাবার।
আমার চোখে ঘুম নেই আজ
জেগে আছি একা,
সকাল হবে কখন পাবো
সূর্যি মামার দেখা।
নিস্তব্ধ আকাশে তারার মেলা
চাঁদ করে ঝিকমিক,
আলোর ছটা ছড়িয়ে পড়েছে
আকাশ বাতাস চারিদিক।
কি অপরুপ নিশির বাহার
মন ভরে যায় আমার,
এমন করে গড়েছে কেযে
নিপুণ হাতের কামার।
খোদার সৃষ্টির অপার মহিমা
বোঝা বড় দায়,
মন ভরে যায় প্রাণ যে জুড়ায়
হৃদয় আকুল তাই।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন