সৃষ্টির মহিমা
পৃথিবীটা শান্ত এখন
কোলাহল নেই আর,
ঘুমিয়ে আছে সবাই যখন
মুক্ত পারাবার।
আমার চোখে ঘুম নেই আজ
জেগে আছি একা,
সকাল হবে কখন পাবো
সূর্যি মামার দেখা।
নিস্তব্ধ আকাশে তারার মেলা
চাঁদ করে ঝিকমিক,
আলোর ছটা ছড়িয়ে পড়েছে
আকাশ বাতাস চারিদিক।
কি অপরুপ নিশির বাহার
মন ভরে যায় আমার,
এমন করে গড়েছে কেযে
নিপুণ হাতের কামার।
খোদার সৃষ্টির অপার মহিমা
বোঝা বড় দায়,
মন ভরে যায় প্রাণ যে জুড়ায়
হৃদয় আকুল তাই।