প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

টাঙ্গাইলের সাংবাদিক শুভ সাহাকে হুমকি ও অপপ্রচার দেওয়ায় থানায় মামলা

ডেস্ক নিউজ : ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার অধীনস্ত মির্জাপুর উপজেলার অন্তর্ভুক্ত জামুর্কী ইউনিয়নের আছিমতলা নামক স্থানে বিগত (০১.১০.২৪)ইং,রোজ মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় অতর্কিতভাবে সন্ত্রাসীদের হামলার স্বীকার হন সাংবাদিক
শুভ সাহা।সরজমিনে জানাগেছে,প্রতিদিনের মতো সংবাদ সংগ্রহের কাজে বেরিয়ে ছিলেন শুভ সাহা।মির্জাপুরের আছিমতলা নামক স্থানে পৌছালে নামধারী দু’জন হিন্দু বিরোধী দুষ্কৃতিকারী:
১.মো:রেজাউল করিম(৩২),
পিতা:আজগর সিকদার,
ঠিকানা:চানপুর,লতিফপুর,
মির্জাপুর এবং ২.খান শাকিল (৩৬),পিতা:হেলাল উদ্দিন,
ঠিকানা:পুষ্টকামরী,মির্জাপুর।
এরা সম্মিলিতভাবে হিন্দু সাংবাদিক শুভ সাহার উপরে নির্দয়ভাবে ঝাপিয়ে পড়ে মোটর সাইকেলের চাবিটি জোর পূর্বক ছিনতাই করে।অতঃপর তাদের মধ্যে চরম ধস্তাধস্তি চলতে থাকে।একপর্যায়ে আশেপাশের লোকজনের সহায়তায় এবং ধস্তাধস্তির পরিপ্রেক্ষিতে সাংবাদিক শুভ সাহা চাবিটি উদ্ধার করতে সক্ষম হন।
কিন্তু হিন্দু বিরোধী দুষ্কৃতিকারীরা গণযোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে মনগড়া বক্তব্য দিয়ে ভিডিও অপপ্রচার ও হুমিক চালানোর পরিপ্রেক্ষিতে
(০৭.১০.২৪)ইং,রোজ:সোমবার মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
যার জিডি নম্বর:৩৪৫।এ ব্যাপের শুভ সাহা বলেন,
আমি হিন্দু সম্প্রদায়ের মানুষ হওয়াতে পূর্ব পরিকল্পিতভাবে তারা আমার বিরুদ্ধে হুমকি ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
এমতাবস্থায় আমি চরমভাবে ক্ষতির সম্মুখীন।এ বিষয়টি নিয়ে জাতীয় হিন্দু মহাজোট টাঙ্গাইল জেলার সভাপতি বাবু বিপ্লব দত্ত(পল্টন) ও জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলন এবং জাতীয় হিন্দু যুব
মহাজোটের আহ্বায়ক বাবু গৌতম কর্মকার বলেন,আমাদের স্বনামধন্য সাংবাদিক শুভ সাহার ব্যবহারকৃত মোটর সাইকেলটি ছিনতাইয়ের অপচেষ্টা ও গনযোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিষয়টি খুবই দুঃখজনক ও নিন্দনীয়।
তারা আরও বলেন,এ ঘটনার সাথে সম্পৃক্ত দুষ্কৃতিকারীদের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইগতভাবে প্রয়োজনীয়
দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে অনতিবিলম্বে জেল হাজতে প্রেরনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার,স্থানীয় প্রশাসন,টাঙ্গাইল প্রেসক্লাব,থানা পুলিশ সহ উল্লেখযোগ্য সাংবাদিক সংগঠন গুলোকে অনুরোধ করেছেন।

উল্লেখ্য,এ বিষয়টি নিয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোশারফ হোসেন বলেন,চূড়ান্ত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন