প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

 এস এম আলমগীর চাঁদ ,বিশেষ প্রতিনিধি : পাবনা সাঁথিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সকল ধরনের বৈষম্য দুর করে প্রাথমিক ১০ম গ্রেড বাস্তবায়নে এক দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। অবিলম্বে দাবি পুরণ না হলে সকল শিক্ষকদের সঙ্গে নিয়ে রাজপথে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সহকারি শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ, সাঁথিয়ার ব্যানারে সোমবার (০৭ অক্টোবর ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই মাববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষকদের মধ্যে এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আলতাব হোসেন, কেন্দ্রীয় তথ্য সম্পাদক মাসুদ রানা, সাইফুল ইসলাম, মো: জসিম, শরিফুল ইসলাম, সুলতান মাহমুদ, আব্দুর রাজ্জাক, হেলাল উদ্দিন, ইকবার বাহার, আব্দুল হাই সহ উপজেলার সকল প্রাথমিক।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন