প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ র‌্যালী ও আলোচনা  সভা অনুষ্ঠিত

 শংকর ঋষি  শাল্লা , সুনামগঞ্জ প্রতিনিধি:  শাল্লা উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস   2024  রেলী ও আলোচনা সভা  পালিত হচ্ছে   স্থান উপজেলা পরিষদ  গণমিয়তন   05।10।2024 ইং রোজ শনি বার  ১১ ঘঠিকায়  আয়োজনে উপজেলা  প্রশান  শাল্লা সুনামগঞ্জ  এতে সভাপতি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত  নির্বাহী  অফিসার মোঃ আলাউদ্দীন। সঞ্চলনায় ছিলেন পোড়ার পার  প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক নিউটন তালুকদার।  বক্তরা বলেন  শিক্ষকতা পেশা মহান পেশা  একটা সম্মানিত পেশা  শিক্ষক হল মানুষ গরার কারিগ  বাবা  মায়ের  পরের  স্থানই শিক্ষকের স্থান  কারন শিশু  কালে যখন বাবা মায়ের নাম   লিখায় তখন সর লিপি অক্ষর শিক্ষক শিশুর হাত  দরে মা বাবার মত শিখিয়ে  দিয়ে  ছিলেন  এরই নাম শিক্ষক এতে উপস্থিত ছিলেন  গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল  দাশ  ( মিলটন)  শাল্লা  সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক তরুন কান্তি দাশ  সাউধেরশ্রী উচ্ছ বিদ্যালয় ও কলেজের  অধ্যক। হরিপদ দাস।   শাল্লা   হাসিম ইয়া মাদ্দ্রাসার  সুপার মোঃ কারুল ইসলাম  শাল্লা  থানা এস আই  নাজমুল হাসান  শেখ   আরো উপস্থিত ছিলেন  শাল্লা উপজেলার স্কুল  ও  কলেজ     মাদদ্রাসার  গুনি শিক্ষক  ও শিক্ষীকা  গন  ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন